বানের পানিতে ভেসে যাওয়া শিক্ষার্থীকে এখনো পাওয়া যায়নি

পিবিএ,ঝিনাইগাতী (শেরপুর): ২৫ ঘন্টাতেও বানের পানিতে ভেসে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া যায়নি।
। গতকাল ২৬ জুলাই দুপুর ১টার সময় শেরপুরের বেতমারি খুনুয়া বাজার বদুনী বিলে বানের পানি দেখতে গিয়ে নাঈমুর রহমান(২৪)নামে নিখোঁজ এক অনার্স পাশ শিক্ষার্থী নিখোঁজ হয়।খবর লেখা পর্যন্ত (আজ দুপুর ২টা) ২৫ ঘন্টা পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীকে খোঁজে পাওয়া যায়নি।গতকাল বিকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ডুবুরি দল ফায়ার সার্ভিস ও পুলিশ চেষ্ঠা করে যাচ্ছে কিন্তু কোন ফল আসেনি।

নাঈম ভাতশালার শাপমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে।সে এবার শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে অনার্স পাশ করে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন।পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে দুপুর একটার দিকে নাঈম ও তার বন্ধু বান্ধব মিলে ওই বিলে পানি দেখতে যায়।বন্ধুরা সবাই পানিতে নামলেও সাঁতার না জানা নাঈম হাটু পানিতে দাড়িয়ে ছিল।হঠাৎ পানির স্রোতে নাঈমের পায়ের নীচের মাটি ভেঙ্গে গেলে নাঈম পানিতে ভেসে যায়।পানির স্রোত তীব্র থাকায় মুহুর্তেই নাঈম বানের পানিতে হারিয়ে যায়।বন্ধু বান্ধব ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

শেরপুর ফায়ার সার্ভিসের ডিএডি জাবেদ তারেক জানিয়েছে নাঈমকে খোঁজতে গতকাল রাত ১০টা পর্যন্ত চেষ্ঠা চালানো হয়।আজ আবহাওয়া বৈরি থাকায় বিলম্ব করে সকাল ১০ থেকে ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পিবিএ/মোহাম্মদ দুদু মল্লিক/এসডি

আরও পড়ুন...