কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে ত্রান ও ঈদ সামগ্রী বিতরন

ফজলে রাব্বি, কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈরে বন্যার্ত ও দুস্থ্যদের মাঝে ত্রান ও ঈদ সামগ্রী বিতরন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
সোমবার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার বন্যা কবলিত এলাকা পরির্দশন শেষে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও লতিফপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬ শত ২১ জন পরিবারের মাঝে এবং শ্রীফলতলী ও আটাবহ ইউনিয়নের বন্যার্তদের মাঝে ঈদ ও ত্রান সামগ্রী বিতরন করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, কালিয়াকৈর পৌর সভার মেয়র মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ করির, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সিকদার মোশারফ ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন জয় প্রমূখ

পিবিএ/এসডি

আরও পড়ুন...