পিবিএ,লালমনিরহাট: ১৮ জুলাই লালমনিরহাট জেলার সদর উপজেলায় তিস্তা নদী থেকে১ জন হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে ১ জনএবং পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে১ জনের পারে এবার ২৭ জুলাই জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্নামতি ব্রীজ থেকে ১কিঃমিঃ দুরে হাইওয়ে রাস্তার পাশে একটি পাট ক্ষেতের পানি থেকে বেলাল হোসেন (২৯) নামের এক মাইক্রো চালকের মরদেহ উদ্বার করেছে আদিতমারী থানা পুলিশ, নিহত বেলাল হোসেনের বাড়ী লালমনিরহাট শহরের হাড়ীভাঙ্গা এলাকায়, তার পরিবারের নিকট যানাযায় যে সে গত ২৫ তারিখ রাতে বাসায় খাওয়া দাওয়া করে রাত আনুমানিক ৯ টার দিকে বাজারে চা খেতে অাসার কথা বলে আর বাড়ীতে ফিরে আসেন নি।
রাতে বাড়ীতে ফিরে না আসলে তার মা জরিনা বেগম ২৬ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরী করেন যাহার ডায়েরী নং- ১২৫০ তাং- ২৬ জুলাই ২০২০ ইং। হঠাৎ এক পথচারী পাটক্ষেতে একটি লাশ ভেসে থাকতে দেখে আদিতমারী থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে পাটক্ষেতেরর পানিতে ফুলে যাওয়া একটি লাশ দেখতে পায় এবং সংগে সংগে উক্ত পাটক্ষেতে পানিতে ভেসে থাকা লাশটি দেখার জন্য হাইওয়ে রাস্তার দু ধারে শত শত মানুষের ভির জমে যায়। ইতিমধ্যে কোন এক মাইক্রো চালক লাশটি দেখে নিখোঁজ বেলালের লাশ বলে নিশ্চিত করে পরে তার বাড়ীর লোককে খবর দিলে বাড়ীর লোকজন বেলালের লাশ সনাক্ত করেন,এ ব্যপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম বলেন,
তার পরিবারের লোকজনের নিকট শুনেছি এটা মাইক্রো চালক বেলালের লাশ,তারা সদর থানায় একখানা নিখোঁজের সাধারন ডায়েরী করেছে,লাশটি তোলার জন্য সিআইডি ও পিবিআই টিম আসলে লাশটির কার সেটা নিশ্চিত করে বলতে পারবো।
পিবিএ/মোস্তাফিজুর রহমান/এসডি