পিবিএ,বদলগাছী (নওগাঁ): নওগাঁর বদলগাছী ছোট যমুনা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর ভেসে উঠেছে স্কুল ছাত্রের লাশ। গত রোববার দুপুর আনুমানিক ১২ টার দিকে উপজেলা সদরে নির্মিত নতুন হাটের পাশে নদীতে চার বন্ধু গোসল করতে নেমে পলক কুমার মন্ডল(১৫) নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনভর ফায়ার সার্ভিসের পত্নীতলা ইউনিট ও রাজশাহী ইউনিটের ডুবুরী দল উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত ডুবুরী দল কাজ করেও পলককে খুঁজে পায়নি। ফায়ার সার্ভিস ইউনিট নৌকা নিয়ে আশেপাশের প্রায় পাঁচ কিমি এলাকায় টহল অব্যাহত রাখে। সোমবার বিকাল ৩ টায় গোসল করতে নামা স্থান থেকে প্রায় দের কিমি দূরে সেনপাড়া ঘাট নামক স্থানে পলকের লাশ ভেসে ওঠে।
বদলগাছী থানার ওসি(তদন্ত) মো. রফিকুল ইসলাম নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। তিনি জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত পলক উপজেলা সদরের মাস্টারপাড়ার রতন কুমার মন্ডলের ছেলে। সে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পিবিএ/খালিদ হোসেন মিলু/এসডি