ভ্যাকুয়াম ক্লিনারের ব্যবহারবিধি

ভ্যাকুয়াম ক্লিনারের ব্যবহারবিধিঃ ঘরের যেকোনো স্থানে যেখানে ঝাড়ু কিংবা কাপড় দিয়ে পরিস্কার করা চলে না সেখানেও অনায়াসে নিজের ক্যারিশমা দেখাতে পারে ভ্যাকুয়াম ক্লিনার । আজকাল বাসা-বাড়ির ধুলাবালি পুর্ণ স্থানের ময়লা পরিস্কার করার জন্য ব্যাবহার করার হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এটি একটি হাউজ হোল্ড এপ্লায়েন্স, যা এয়ার পাম্পের সাহায্যে আংশিক শূণ্যতা সৃষ্টি করে ময়লা, ধুলা-বালি, তুলা,ছোবড়া ইত্যাদি অপদ্রব্য শোষণ পূর্বক ডাস্ট ব্যাগে সংগ্রহ করে থাকে ।

ভ্যাকুয়াম ক্লিনারের কার্যপ্রণালিঃ যেহেতু মোটরটি ইউনিভর্সেল মোটর দিয়ে তৈরি তাই ভ্যাকুয়াম ক্লিনারটি A.C/D.C তে অপারেট করা যায়। পাওয়ার কন্ট্রোল সুইচের মাধ্যমে ভ্যাকুয়াম ক্লিনার ইলেকট্রিক পাওয়ার গ্রহণ করে। এর মধ্যে একটি ফ্যান থাকে যেটা ঘুরার মাধ্যমে বাতাস সাকশন করে। সাকশনকৃত বাতাস নজেলের মধ্য দিয়ে ডাস্ট কনটেইনার বা ময়লার বক্সে গিয়ে জমা হয়। যেমন বিভিন্ন ধুলা-বালি পূর্ণ স্থান কার্পেট, পাপোশ ইত্যাদি থেকে বাতাস টানা হয়, সে জন্য ময়লা, ধুলা-বালি পূর্ণ বাতাস নজেল দিয়ে ব্যাগে পৌছায়। ক্লিনারের মোটর ঘুরলে কার্পেট বা পাপোশ অনুরুপ কোন স্থান থেকে ময়লা টেনে ফ্যান চেম্বারে আনে এবং নজেল দিয়ে আউটলেট ফিল্টার ব্যাগে জমা করে।

কোন ধরনের ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করবেন

বর্তমান বাজারে দুই ধরনের ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যায়। ব্যবহারের সুবিধা অনুযায়ী যেকোনো একটি ব্যবহার করতে পারেন ।
১। অপারেট টাইপ ভ্যাকুয়াম ক্লিনার
২। সিন্ডিক্যাল টাইপ ভ্যাকুয়াম ক্লিনার

ভ্যাকুয়াম ক্লিনারের পাওয়ারঃ ভ্যাকুয়াম ক্লিনারের পাওয়ার হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় । এর ওপর ভিত্তি করে ব্যবহারের সুবিধা – অসুবিধা । ভ্যাকুয়াম ক্লিনারের সর্বনিম্ন ৬০০ ওয়াট থেকে ২৫০০ ওয়াট পর্যন্ত হয়ে থাকে । ক্লিনারের আকারের ওপর এটি নির্ভর করে থাকে । মেশিনের ওজন ও আকার যত বেশি হবে এর পাওয়ার তত বেশি হবে ।

যেভাবে ব্যবহার করবেনঃ পরিষ্কার করার সময় সামনে-পেছনে ধীরে ধীরে ভ্যাকুয়াম ক্লিনার মুভ করুন। সহজেই ময়লা উঠে আসবে। কার্পেট পরিষ্কারের জন্য ব্রাশযুক্ত ক্লিনার ভালো এবং ঘরের কর্নারের জন্য সরু মুখ ভ্যাকুয়াম ক্লিনার ভালো। প্রতিবার ব্যবহারের পর ভ্যাকুয়াম ক্লিনার পরিষ্কার করুন । কিছু জিনিস ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়, কিছু আবার সাবান-পানিতে ধুতে হয়। ভ্যাকুয়াম ক্লিনার ভালো রাখতে ডাস্টব্যাগ ভর্তি হওয়ার সাথে সাথে পরিষ্কার করে ফেলুন।

ব্যবহারের সতর্কতাঃ যেহেতু ভ্যাকুয়াম ক্লিনারের ওজন বেশি থাকে তাই চাকা মেঝের ক্ষতি করতে পারে। যাতে মেঝের কোনো ক্ষতি না হয় সেজন্য চাকায় ভালোভাবে প্যাডিং ব্যবহার করতে হবে। ভ্যাকুয়াম ক্লিনার রাখার জন্য ঘরের কোণে উপযুক্ত জায়গা নির্বাচন করুন এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখুন।

ভালো মানের ভ্যাকুয়াম ক্লিনারের বর্তমান বাজার মূল্য দেখে নিন বিডিস্টল.কম থেকে

পিবিএ/এসডি

আরও পড়ুন...