সুনামগঞ্জে ধর্মপাশায় দুই পরীক্ষার্থী বহিস্কার

পরীক্ষা
প্রতীকী ছবি।

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে জাহিদুল আহম্মেদ ও আলী হোসেন শাহ নামের দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার পরীক্ষা চলাকালে পৃথক দুটি পরীক্ষা কেন্দ্র জাহিদুল আহম্মেদ ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ও আলী হোসেন শাহ খয়েরদিরচর আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়। ।
জানা যায়, এসএসসি পরীক্ষার্থী জাহিদুল আহম্মেদ ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ভ্যানু কেন্দ্র ধর্মপাশা সরকারি কলেজে ও দাখিল পরীক্ষার্থী আলী হোসেন শাহ খয়েরদিরচর আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে কক্ষ পরিদর্শক হাবিব রহমান নকলসহ জাহিদুল আহম্মেদের উত্তরপত্র জব্দ করেন। পরে তাকে বহিস্কার করা হয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেব মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান এবং আলী হোসেন শাহকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান পরীক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...