রংপুরে জয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষ রোপন


পিবিএ,রংপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে রংপুরে সরকারী কলেজে বৃক্ষ রোপন হয়েছে।
মঙ্গলাবার দুপুরে রংপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কলেজের মাঠে গাছের চার রোপন উদ্বোধন করেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন ।
এসময় রংপুর সরকারী কলেজ শাখার ছাত্রলীগের ১ নং যগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ, যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল আকিব, ছাত্রলীগ নেতা শিখর রায়, নয়ন, মিজানুর রহমান মিজান, সাহেদ আলী, নয়ন ও হারুনসহ অন্যান্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম। বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের নেতা-কর্মীরা ফেইসবুকে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান।

পিবিএ/এসডি

আরও পড়ুন...