আবুবকর সিদ্দিক,জয়পুরহাট: জয়পুরহাটের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ রাত সাড়ে তিনটায় রংপুর ম্যডিকেলে মারা গেছেন জয়পুরহাট শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মাহবুবুল আলম, মন্জু। নতুন করে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায় সহ জেলা স্বাস্থ্য অফিসের ১৩ জন, জেলায় নতুন করে ৩৮ জন করোনা সনাক্ত। এপর্যন্ত জেলা মোট আক্রান্তের সংখ্যা হলো ৭০৬ জন। এ নিয়ে জয়পুরহাটে করোনায় ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। জয়পুরহাট সদরে ১৭ জন, পাচবিবি উপজেলায় ৮ জন কালাই উপজেলায় ৫ জন আক্কেলপুর উপজেলায় ৮ জন নতুন করে করোনা সনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা: সেলিম মিয়া এখবর নিশ্চিৎ করেছেন। করোনা আক্রান্ত রোগীরা আক্কেলপুর গোপীনাথপুর সেফ হোমে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বাড়ীতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে রোগীরা। জেলায় জ্যামিতিক হারে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে , এটার কারন জানতে চাইলে
সিভিল সার্জন সেলিম মিয়া জানান নমুনা পরীক্ষার ফল পেতে দেরী হচ্ছে , অপরদিকে নমুনা পরীক্ষা করে বাইরে ঘোরা ফেরার কারনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। জনগনকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন।
পিবিএ/এসডি