পিবিএ,চাঁদপুর: ‘পথশিশু অধিকার চাঁদপুর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত অর্ধশত পথশিশুর মাঝে ঈদের পোশাক, ঈদের খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের হাজী মহসিন রোড জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয় প্রাঙ্গনে শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শিশুদের হাতে এসব পোশাক ও খাদ্য সমাগ্রী তুলেদেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন।
এ সময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আসফাক শফিক, সিনিয়র সহ-সভাপতি পশাল হাসানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনাকালীন সময়ে চাঁদপুর জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এর পরপরই শহরের ৩শতাধিক পথ শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন।
পিবিএ/এসডি