পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের একটি মাঠ থেকে এক বিঘা জমির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মটমুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে দুলাল হোসেনের জমি থেকে গাঁজা গাছ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান মটমুড়া গ্রামের দুলাল হোসেন তার বাড়ি সংলগ্ন মাঠে এক বিঘা জমিতে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্য রাতে ওই জমিতে অভিযান চালানো হয়। অভিযান শেষে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এক বিঘা জমির চাষকৃত দুইশত টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এদিকে পুলিশের অভিযান টের পেয়ে গাঁজা চাষকারী দুলাল হোসেন পলাতক রয়েছেন।
এদিকে মেহেরপুর পুলিশ সুপার এসএম মোরাদ আলী,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ডিবির (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী,গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম।
পিবিএ/সাহাজুল সাজু/এসডি