যে কোনো হামলা মোকাবিলায় র‌্যাব প্রস্তুত: র‌্যাব ডিজি

এম.ইব্রহীম সরকার,ঢাকা: র‌্যাবের মহাপরিচালক(ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গী হামলাসহ যে কোনো ধরনের হামলা মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। অনলাইনেও জঙ্গী কার্যক্রমের প্রতি র‌্যাবের ভার্চুয়াল টীম কাজ করছে। ঈদুল আযহায় সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করতে ৬ আগষ্ট পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দেশের সকল নাগরিকরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে। কোরবানীর পশুর হাটে ক্রেতা বিক্রেতারা অনেক টাকা লেনদেন করেন। এই লেনদেন নিরাপদ রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। চামড়া বেচাকেনা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার থাকবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরা ১৭ নং সেক্টর দিয়াবাড়ী কোরবানীর পশুর হাট পরির্দশন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে র‌্যাব ডিজি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের গোয়েন্দা প্রধান লে,কর্ণেল সারওয়ার বিন কাশেম, লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লে,কর্ণেল আশিক বিল্লাহ, র‌্যাব ১ এর সিওসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পিবিএ/এমআর

আরও পড়ুন...