পিবিএ,কক্সবাজার: রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন হলিউড তারকা ও জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।
মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দ্বিতীয়দিনের মতো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন এ অভিনেত্রী।
অ্যাঞ্জেলিনা জোলি বলেন,তারা অসহায় হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাই নাগরিকত্বসহ সব ধরনের অধিকার নিশ্চিত করে মিয়ানমারকে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে।
তিনি আরোও বলেন, আমি রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেছি। এক নারী আমাকে বলেছেন, ‘আমাদের এখানে গুলি করে মেরে ফেলেন, তবুও এখন ওই দেশে যাবো না’।রোহিঙ্গারা ভিটামাটি হারা। তাদেরকে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে হবে মিয়ানমার সরকারকেই। তিনি রোহিঙ্গাদের পাশে আছেন বলেও জানান।
এর আগে সকালে উখিয়ার কুতুপালং ডি ব্লকসহ চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এই হলিউড সুপার স্টার। সেখানে রোহিঙ্গা শিশুদের সাথে কিছু সময় কাটান। রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার নারী পুরুষদের কাছে শোনেন মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের গল্প।
আগামীকাল ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার কথা রয়েছে জোলির।
পিবিএ/এমটি/জেডআই