অজ্ঞানপার্টির খপ্পরে বিদেশ ফেরত নারী

পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ধুলাইপারে রাস্তার পাশে পড়া থাকা অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। তার নাম রুমেলা (৪০)। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। । বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তাকে উদ্ধার করে পুলিশ।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম পিবিএকে জানান, খবর পেয়ে ধুলাইপারের মেয়র হানিফ ফ্লাইওভার ব্রীজের টোলপ্লাজার সামনে থেকে ওই নারীকে উদ্ধার করে হয়। ওই নারীর সঙ্গে থাকা একটি মোবাইল নাম্বার থেকে জানা গেছে, তিনি বিদেশ থেকে আজই দেশে এসেছেন। তবে তার বাড়ি কোথায় বা তিনি কোন দেশ থেকে ফেরত এসেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছ, বাসের ভিতর তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। তার সঙ্গে কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...