স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

পিবিএ,টাঙ্গাইল: কালিহাতীর এলেঙ্গায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে অনশন নিয়েছে আফরোজা মনি নামের এক কলেজছাত্রী। সে গত শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভাধীন মসিন্দা গ্রামের ইসমাইল মন্ডল ছেলে জাহিদ হাসান বাবুর বাড়িতে স্বামীর মর্যাদার দাবিতে এ অবস্থান নেয়। গতকাল শনিবার বিকালে তাকে সেখান থেকে উদ্ধার করে বাবুর চাচার বাড়ীতে নিয়ে রাখা হয়েছে স্থানীয় মাতব্বররা।

ওই কলেজছাত্রী বাবুর বাড়িতে অবস্থান নিলে পিটিয়ে জখম করে বাবুর আত্মীয়-স্বজনরা বলে জানিয়েছেন ওই কলেজছাত্রী। কলেজছাত্রীর অভিযোগ, বাবু ফুঁসলিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আদালতের মাধ্যমে কোট মেরেজ করে ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে তাকে নিয়ে অন্যত্র জায়গায় প্রায় দেড়-দুই মাস স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে। পরে কলেজছাত্রীকে রেখে স্বামী বাবু কৌশল অবলম্বন করে পালিয়ে যায়।

উপায়ন্ত না দেখে সে গত শুক্রবার দুপুরে এলেঙ্গা মসিন্দা বাবুর বাড়িতে অবস্থান নেয়। তার অবস্থানে ক্ষুব্ধ হয়ে বাবুর পরিবারের লোকজন কলেজছাত্রীকে পিটিয়ে জখম করে বলে ওই নির্যাতিত ছাত্রী জানিয়েছেন। বর্তমানে স্বামী বাবু পলাতক রয়েছে। আগামী সোমবার গ্রাম্য মাতবররা সালিস এর আয়োজন করেছে বলে বাবুর পিতা ইসমাইল হোসেন মন্ডল জানিয়েছেন।
এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি শুনেছি।

পিবিএ/মনির হোসেন/এসডি

আরও পড়ুন...