ফুলবাড়ীতে অনলাইন প্রাইমারী স্কুলের উদ্বোধন

পিবিএ,ফুলবাড়ী (দিনাজপুর): রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদে মুঠোফোনের মাধ্যমে (ভার্চুয়াল) ফুলবাড়ী অনলাইন প্রাইমারী স্কুলের উদ্বোধন করেন প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নিদের্শনায় অনলাইন প্রাইমারী স্কুলের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা শাখা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক শিরীন বকুল প্রমুখ।

শেষে বিকাল তিনটা থেকে স্থানীয় স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে পূর্ণ সম্প্রচারে ক্লাস নেওয়া হয়।

পিবিএ/প্লাবন শুভ/এসডি

https://youtu.be/nnDIFmH4Cc8

 

 

 

আরও পড়ুন...