পিবিএ,মহাদেবপুর (নওগাঁ): নওগাঁর মহাদেবপুরে ১৬টি গাঁজার গাছসহ ইসলাম মন্ডল (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার সফাপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইসলাম ওই গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই নূর-ইসলাম এর নেতৃত্বে এএসআই আসিফ সরকার ইসলামের বাড়ির অদূরে দক্ষিণ লক্ষীপুর এলাকার মাঠে অভিযান চালায়। অভিযানকালে মরিচ ক্ষেতে চাষকৃত ৭ কেজি ৮৫০ গ্রাম ওজনের ১৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’
সম্প্রতি উপজেলা সদরের কাচারীপাড়া ও কুঞ্জবন এলাকা থেকে দুটি গাঁজার গাছসহ দুজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৭ মে উপজেলা সদরের ব্যাংক এশিয়ার সামনে থেকে ২টি মিনি ট্রাক ভর্তি ৬৮ কেজি গাঁজাসহ র্যাব ৭ জনকে আটক করে। খোদ উপজেলা সদরে কিভাবে গাঁজার চাষ এতদিন ধরে হচ্ছে তা নিয়ে স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
পিবিএ/মো. ইউসুফ আলী সুমন/এসডি