কলেজছাত্র সানি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ২

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: নাটোর জেলার এন এস কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খুনের ২ আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। নিহত ছাত্র সাইফ ইসলাম সানি (২৪) রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর খান্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ঘটনা সংক্রান্তে মৃত সানির পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে চারঘাট মডেল থানায় হত্যা মামলা রুজু করেছে। ঘটনার ২য় দিনের মধ্যে ওই হত্যার সঙ্গে জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
রাজশাহী পুলিশ সুপার মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় চারঘাট মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের আটক করে। আটককৃতরা হলো পুঠিয়া উপজেলার বানেশ^র থান্দারপড়া গ্রামের ইদল আলীর ছেলে মোঃ সাকিব (২৪), এবং মৃত খায়ের আলীর ছেলে মোঃ সাগর (২৩)।
এবিষয়ে জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, রবিবার রাত্রী আনুমান ১২.১০ টা থেকে ০১.৪০ টা পর্যন্ত চারঘাট থানাধীন মৌগাছি এলাকা হতে আসামীদেরকে গ্রেফতার করা হয়। মামলার বাদীর লিখিত অভিযোগের পেক্ষিতে, তার ছেলে মৃত সাইফ ইসলাম সানি (২৩) কে আসামী সাকিব প্রয়োজনীয় কাজের কথা বলে তার দোকান হতে ছেলের ব্যবহৃত লাল রংয়ের হিরো ১০০ সিসি মোটর সাইকেল সহ ডেকে নিয়ে যায়। তার পর থেকেই সানি নিখোঁজ ছিল।
তদন্তকালে প্রথমে এজাহার নামীয় আসামী সাকিব জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার কথা স্বীকার করে এবং এই হত্যকান্ডের সাথে জড়িত আসামী মোঃ সাগর এর নাম-ঠিকানা প্রকাশ করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তিতে পুঠিয়া থানাধীণ বানেশ্বর বাজারের জনৈক আক্কাসের মোটর সাইকেল গ্যারেজ হতে নিহত সানি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় দুস্কৃতিকারী হিসেবে পরিচিত। তারা উভয়ই মোটর সাইকেল আত্মসাৎ করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা ও পূর্ব প্রস্তুতি মোতাবেক নেশাজাতীয় ফেন্সিডিলের সহিত ঘুমের ঔষধ মিশিয়ে সানি কে কৌশলে খাইয়ে অচেতন করিয়ে ঘটনাস্থলে ধারালো ছুরি দ্বারা গলা ও হাত পায়ের রগ কেটে হত্যা করে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাহমুদ হাসান, ইফতে খায়ের আলম ও চারঘাট সার্কেল সহাকারী পুলিশ সুপার নুরে আলম উপস্থিত ছিলেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...