ধামইরহাটে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

nouga-map-PBA

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে পুকুরে পড়ে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চন্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মারুফা আক্তার (৬) বিকেলে বাড়ির পার্শে পুকুর পাড়ে খেলতে যায়। খেলার কোন এক সময় সে অজান্তে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যায়। এদিকে শিশুটি বাড়ীতে না ফিরলে পরিবারের পক্ষ থেকে বিভিন্নস্থানে খোঁজ খবর নেয়া হয়। এক পর্যায়ের বাড়ীর পার্শে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে পরিবার ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, থানা পুলিশ কে কেউ এ বিষয়ে অবগত জানাননি।

পিবিএ/রেজুয়ান আলম/এসডি

আরও পড়ুন...