পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার তালঝারী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী সংগঠন উপজেলা পারগানা বাইসি ও দীঘরী পরিষদ ধামইরহাটের আয়োজনে এবং হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পারগানা বাইসি সেবাস্তিয়ান হেমরম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক এসসি আলবার্ট সরেন,রামজনম রবিদাস,জিল্লু মার্ডী,ঈশ্বর মার্ডী,বিশ্বনাথ টুডু, নারী নেত্রী ইমেলদা মারার্ন্ডী,যোনাস হেমরম,কুরশীদ পাহান প্রমুখ। অনুষ্ঠানে আদিবাসী নেতৃবৃন্দ তাদের ভূমিসহ বিভিন্ন সমস্যার সমাধান ও উপজেলার বেনিদুয়ার মিশনপাড়া এলাকায় সন্তান সহকারী কমিশনার (ভূমি) প্রয়াত অবিদিয় মার্ডীর হত্যাকারীদের আইনের আওতায় এনে সুষ্টু বিচারের দাবী জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১১ দফা দাবী দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
পিবিএ/রেজুয়ান আলম/এসডি