নলডাঙ্গায় পানিবন্দী বানভাসি পরিবারে ত্রাণ সামগ্রি বিতরণ

পিবিএ,নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়দ ও ব্রহ্মপুর ইউনিয়ারের বাঙ্গাল খলসি মাদ্রাসা মাঠ এবং ব্রহ্মপুর ইউনিয়নের সড়কুতিয়া বানভাসী ও পানিবন্দি ১০০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে পিপরুল ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ জন ও ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের সড়কুতিয়া স্কুল এন্ড কলেজের সামনে রাস্তায় ৫০০ জন বানভাসি পরিবারের মাঝে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপির নিজস্ব অর্থায়নে (চাল, ডাল, তেল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, ফেসওয়াশ, শ্যাম্পুসহ ) বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন , জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, বাসমিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম সাগর,
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর শুকুর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মকু, পাটুলহাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিমউদ্দিন, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান লিটন, নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

পিবিএ/মোঃ রাশেদুল ইসলাম/এসডি

আরও পড়ুন...