সুবর্ণচরে জুয়ার আসর থেকে ১৮জন আটক

রহমত উল্যাহ, নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন থেকে জুয়া খেলারতঃ অবস্থায় ১৮জনকে আটক করেছে চরজব্বর থানা পুলিশ।
রবিবার(৯ আগষ্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার ওসি মোঃ সাহেদ উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ মনির হোসেন, এসআই হিমেল চাকমা ও সঙ্গীয় ফোর্সসহ চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারতঃ অবস্থায় তাদের আটক করা হয়।

চরজব্বর থানার ওসি মোঃ সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ১৮৭৮ সনের জুয়া আইনে মামলা রুজু করে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...