জাতীয় শোক দিবস উপলক্ষে কয়রায় প্রশাসনের প্রস্তুতি সভা

ওবায়দুল কবির সম্রাট,কয়রা: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায়
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,অধ্যাক্ষ আদ্রিশ আদিত্য মন্ডল, আমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমান, বিজয় কুমার সরদার, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আমীর আলী গাইন, আব্দুর সাত্তার পাড়,এইচ এম হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নূরে-ই আলম সিদ্দিকি।

করোনা সংক্রমণ এড়াতে সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনাসভা, বাদ যোহর বিভিন্ন মসজিদ-মন্দিরে মোনাজাত ও বিশেষ প্রার্থনা।

পিবিএ/এসডি

আরও পড়ুন...