প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা মোছা. ফাতেমা জোহরা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিন ভূঁইয়া, ফুলবাড়ী সরকারি কলেজের প্রভাষক এরশাদ হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুল হাসান, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. হারুন উর রশিদ হারুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, কলেজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ও সরকার শাষিত অর্ধ সরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও দলীয়ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাপর্ণ, সকাল ৯টায় আলোচনা সভা, সকাল ১১টায় কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সুবিধাজনক সময়ে বিভিন্ন মন্দির-মসজিদে বিশেষ দোয়া মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়।
পিবিএ/প্লাবন শুভ/এসডি