ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: দীর্ঘ প্রায় ২০ বছর পর নোয়াখালী পৌর সভার ৯নং ওয়ার্ডের অবহেলিত ভবানীগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল এই কাজের উদ্বোধন করেন।
৯নং ওয়ার্ড কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, প্রকৌশলী দেলোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন সহ অনেকে।
কুয়েত ফান্ডের ডিআইএপি প্রকল্পের আওতায় ১ কোটি ৩ লক্ষ টাকার ব্যয়ে ভবানীগঞ্জ-ইনকাম চৌধুরীর পোল থেকে কালিতারা বাজার পর্যন্ত সড়কটি সংস্কার কাজ বাস্তবায়ন করছে নোয়াখালী পৌরসভা ।
পিবিএ/এসডি