কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন

ওবায়দুল কবির সম্রাট,কয়রা: “বৈশ্বিক কর্মে যুব শক্তি প্রতিপাদ্যে “উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম ”নবযাত্রার” সহায়তায় কয়রায় আন্তর্জাতিক যুব দিবস ২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে ১২ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই আলম সিদ্দিকী,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, সুশিলনের উপজেলা কো -অর্ডিনেটর শহিদুল আহসান, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার সুজান উদ্দিন, টেকনিকাল অফিসার আবু সাদিক শাহিন, যুব সংগঠনের পক্ষে আছাফুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বেকার মুক্ত যুব সমাজ গড়তে হলে প্রশিক্ষের বিকল্প নেই।যথাসময়ে প্রশিক্ষণ নিলে প্রযুক্তিগত ও পরিকল্পিতভাবে কর্মসংস্থানে উন্নয়ন ঘটানো যায়। ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়া যায়।যুবকদের সচেতন হবে। প্রত্যেক যুবক/যুব মহিলাকে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে বাবা-মায়ের প্রতি দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।বাবা-মায়ের ওপর যারা দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন তারা সমাজ ও রাষ্ট্রের পালন করতে পারবেন এছাড়া বক্তারা যুব দিবসের গুরুত্ব তুলে ধরে নানা দিক নির্দেশনা দেন।আলোচনা সভা শেষে উপজেলার ৮টি ক্লাবের মাঝে ১০০টি ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ বিরতন করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...