ধামইরহাট বিষধর রাসেল ভাইপার সাপ আটক

পিবিএ,ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ আটক করেছে এক
যুবক।
জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত
জোতওসমান গ্রামের মো.মেহেদী হাসান ওই গ্রামের ভারত সীমান্ত ঘেঁষা উত্তর মাঠে একটি
কুপের মধ্যে রাসেল ভাইপার সাপ দেখতে পায়। পরবর্তীতে সে কৌশলে সাপটিকে আটক করে
বস্তায় বন্দি করে। মেহেদী হাসান ওই গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে। এ খবর ছড়িয়ে পড়লে
সাপটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। পরবর্তীতে রাজশাহী
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে ধামইরহাট বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান বলেন,রাসেল ভাইপার একটি
বিষধর সাপ। এটি স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা জলবোড়া হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে
সাপটি ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে পারে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...