মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে স্ত্রী মৃত্যুর ৪ দিন পর স্বামীও করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশা-পাশি করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
জানাযায়, হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাড্ডা গ্রামের তাজুল ইসলাম (৬৩) গত ২১ আগস্ট করোনা উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর পর তার স্ত্রীও করোনা উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার স্ত্রী সেতারা বেগম খুকু মনির (৫০) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করলে সেই রিপোর্ট পজেটিভ আসে। গত শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুকু মনি মৃত্যুবরণ করেন। সোমবার রাতে ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাজুল ইসলাম (৬৩)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাজুল ইসলামের ৫ ছেলে ও ৪ মেয়ে। এর মধ্যে ৪ ছেলে আমেরিকা প্রবাসি বলে জানাযায়। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
পিবিএ/এসডি