কালিয়াকৈরে বন্যার্তদের মাঝে খাবার বিতরন

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তৈরী খাবার বিতরন করেছেন কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাবিল উদ্দিন সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিকদার জহিরুল ইসলাম জয়।
বুধবার দুপুরে “ হাবিল উদ্দিন সিকদার ফাউন্ডেশনের” উদ্যোগে কালিয়াকৈর পৌর এলাকার লতিফপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় এবং কালিয়াকৈর ফাজিল মাদ্রাসায় ৪ শত পরিবারের মাঝে তৈরী খাবার বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন ও কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক স্বপন সরকারসহ হাবিল উদ্দিন সিকদার ফাউন্ডেশনের নেতৃবৃন্ধ।

পিবিএ/এসডি

আরও পড়ুন...