সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী: এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী সদরের বাদুয়ারচর সাকিনস্থ সাজিদ স্টোরের সামনে হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী (১) শহিদুল ইসলাম (৩১), (২)সোহেল ভুইয়া(৩০), (৩) লালু মিয়া (৩২), (৪) খাইরল ইসলাম খোকন (৩৩)-কে ১৮০ (একশত আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৪,০০০/=(চোয়ান্ন হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী সোহেলের বিরদ্ধে ইতোপূর্বে ১০টি মাদক মামলা, আসামী লালু মিয়ার বিরদ্ধে ইতোপূর্বে দুইটি মামলা আছে ও একটি ওয়ারেন্ট মূলতবী আছে, আসামী খোকনের বিরদ্ধে ইতোপূর্বে একটি মাদক মামলা আছে। এ সংক্রান্তে এজাহার দায়ের প্রক্রিয়াধীন আছে।
পিবিএ/এসডি