ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর সকল নদ-নদীর পানি ধীরগতিতে কমতে থাকলেও দুর্ভোগে পড়েছেন বানভাসিরা। এখনো গ্রাম অঞ্চলের রাস্থা-ঘাট পানিতে নিন্মজ্জিত রয়েছে। কালিয়াকৈর উপজেলায় বন্যার পানি ধীরগতিতে কমায় এখানকার অধিকাংশ এলাকা এখনো বন্যার পানিতে ডুবে আছে। এতে অনেক বাড়িঘর ও রাস্থাঘাট এখনো পানির নিচে থাকায় বিপাকে রয়েছে সাধারণ লোকজন । এদিকে বিপুল পরিমাণ ফসলী জমি পানিতে তলিয়ে থাকায় পথে বসার উপক্রম হয়েছে কৃষকদের ।
পিবিএ/এসডি