পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটে ৮ বছরের দুই শিশু খেলার সময় গন্ডগলকে কেন্দ্র করে শিশু হাসিবের বাবা নাজির উদ্দিনের বাড়িতে হামলা, মারধর, ভাংচুর, স্বর্ণ, টাকা লুট ও ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী শিশু রবিউলের মামা ওয়ারেছ ও তার পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার সগুনা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা জানান, গত ৯ আগস্ট হাসিব ও রবিউল খেলার সময় গন্ডগল লাগে। তা দেখে রবিউলের মামা ওয়ারেছ হাসিবকে বাঁশ দিয়ে আঘাত করে। শিশু হাসিব পরিবারকে মারার কথা জানালে তার বাবা নাজির উদ্দিন ১১ আগস্ট সকালে তার ছেলেকে মারা ব্যাপারে ওয়ারেছকে বললে এসময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও কিল ঘুষি হয়। এ ঘটনার জের ধরে ওই দিন রাত ১১ টার দিকে ওয়ারেছ ও তার পরিবারের ১০-১২ জন সদস্য নাজিরের অনুপস্থিতিতে তার বাড়ির দরজা ভেঙ্গে ঘরে হামলা করে স্ত্রী ও দুই মেয়েকে এলোপাতারি মারধর করে আহত করে এবং ভাংচুর, ৮ আনা স্বর্ণের চেইন ও ২০ হাজার টাকা লুট করে। পরে এলাকাবাসীরা উদ্ধার করতে আসতে ছানাউল নামে এক প্রতিবেশীসহ আরো কয়েকজন আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওয়ারেছ ও তার পরিবার।
জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান জানান, ছোট বাচ্চাদের খেলাকে কেন্দ্র এসব ঘটনা ঘটেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পিবিএ/আবুবকর সিদ্দিক/এসডি