পিবিএ,মাগুরা: মাগুরায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে হাওড় খালীর খাল পাড়ে বৃক্ষ রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাগুরা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, যুবলীগ নেতা আরিফুর রহমান রনক, আসিফ আল আছাদ মেলিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় মাগুরা পানি উন্নয়ন বোর্ড জেলার বিভিন্ন খালপাড় দিয়ে ১০ হাজার বৃক্ষ রোপন করবেন বলে জানান।
পিবিএমোখলেছুর রহমান/এসডি