পিবিএ,সুন্দরবন: সুন্দরবনের গহীনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে নুরুজ্জামান (৪৩),নুর মোহাম্মদ (৩২),মো. ইউসুফ আলী (৩০),শামীম হোসেন (৩০),মহররম হোসেন (২৩) ও মোবারক মোড়ল (৫৫) নামে ছয় জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা। এসময় একটি ট্রলার, একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়েছে।
১৩ আগস্ট সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খাল থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান ও নুর মোহাম্মদ, গফুর মোড়লের ছেলে মো: ইউসুফ আলী, আজিজ সরদারের ছেলে শামীম হোসেন , মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন ও মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১টি ট্রলার, একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামালসহ ৬ জেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এসডি