পিবিএ, গোয়াইঘাটে(সিলেট): সিলেটের গোয়াইঘাটে নিখোঁজের ৬ ঘন্টা পরনামে এক স্কুল ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাহেল উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ফেনাইকুনা গ্রামের সোয়াব আলীর ছেলে ও স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে সাহেল বাড়ির পাশেই খেলা করছিল। খেলার এক পর্যায়ে বেলা ১টার দিকে নিখোঁজ হয় সে । পরে অনেক খোঁজাখোঁজির পর বাড়ির পাশের একটি কবরস্থানের কাছেই স্থানীয়বাসিন্দারা দেখতে পেলে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার উত্তর সার্কেল নজরুল ইসলাম ও ওসি গোয়াইঘাট মোঃ আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
পিবিএ/এমটি/জেডআই