জাতীয় শোক দিবসে ৪৮০ মসজিদে দোয়া অনুষ্ঠিত

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদ্যাপিত হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের আয়োজনে যথাযথ মর্যাদায় এই দিনটি পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত উপলক্ষে উপজেলার ৪৮০টি মসজিদে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ এবং আ’লীগের উদ্দ্যেগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ইউএনও সৈয়দা সামিরা, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আশিকুর রহমান, ওসি সুমিত কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সাহাজউদ্দিন, হাসানুজ্জামান, পৌর আ’লীগ সভাপতি সাজ্জাত হোসেন, সম্পাদক একরামুল হক, ছাত্রলীগ সভাপতি তুষার, সম্পাদক রায়হান, যুবলীগ সভাপতি কাজী মাহমুদ হাছান মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতা কর্মি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর শ্রীতি চারন করেন। যার অংশ হিসাবে উপজেলা চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
পরিশেষে উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর আর্দশের উপর সংক্ষিপ্ত একটি আলোচনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন, আর্দশ্য ও তার স্বপ্নকে বাস্তবায়ন রুপ রেখা নিয়ে প্রবন্ধ, রচনা, কবিতা, গান, আবৃত্তিসহ কুরআন তেলোয়াত, হাম ও নাথ প্রতিযোগিতায় বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...