পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বিনা মূল্যে স্বাস্থ্য সেবা
চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা,মিলাদ মাহফিল,পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ও’ ‘জাতীয় শোক দিবস পালিত হয়েছে।শনিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা প্রসাশন,আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ পুলিশ আখাউড়া থানা,আওয়ামিলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম সহ অতিথিরা উপজেলা ভবনে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের বিনা মূল্যে স্বাস্থসেবা ও উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংকিত চিত্রাংকন প্রদর্শনী পরিদর্শন করেন।পরে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা,দোয়া মাহফিল,পুরষ্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে সাংবাদিক মোঃ শরীফুল ইসলামের পরিচালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,আওয়ামিলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন আহ্বায়ক সেলিম ভূইয়া,আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ নিজামী,মহিলা ভাইসচেয়ার নাসরিন সফিক আলেয়া,জেলা পরিষদ সদস্য মো:নাজিম,যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন বেগ সাপলু,সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।
পিবিএ/কাজী সুহিন/এসডি