আশরাফুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে ১৫ আগস্ট শনিবার ট্রাক চাপায় মিজানুর রহমান (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান ফুলবাড়ি ইউনিয়নের বড় সোহাগি গ্রামের পিতা খাদেমুল ইসলামের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে রংপুরগামি একটি ট্রাক ( ঢাকা-মেট্টো-ট-২২০৭০১) দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এখবরটি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ আব্দুল কাদের জিলানি।
পিবিএ/এসডি