জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী‘র উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় “প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের-২ আওতায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পে”র উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার(১৫আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে উপকারভোগিদের মাঝে এসব চাবি হস্তান্তর করা হয়।

শোক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে যৌথ ভাবে ঘরের চাবি হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান। অনুষ্ঠানে কামাকুছড়া এলাকার রেন্টি চাকমা ও সুদিপ্ত চাকমা‘র হাতে বিশেষ ডিজাইনের ঘরের চাবি তুলে দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান জানান, “প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের-২ আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধারনের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পে উপজেলার ৫টি ইউনিয়নে ১৩টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয় ৫লক্ষ ৫১হাজার ৯২টাকা। নতুন ডিজাইনের ঘরের মধ্যে রয়েছে ৩টি থাকার কক্ষ, ১টি রান্না করার কক্ষ, আলাদা একটি গোসলখানসহ একটি টয়লেট।
এদিকে ঘরের চাবি পেয়ে রেন্টি চাকমা বলেন, আগে অনেক কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে জরাজীর্ণ ঘরে ছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া ঘর পেয়ে অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মৃষ্টিকর্তা অনেক দিন বাঁচিয়ে রাখুক।

মানিকছড়ি উপজেলা:-বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মানিকছড়িতে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসের অনুষ্ঠানমালা শেষে প্রধানমন্ত্রী‘র বিশেষ উপহার প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য আবাসন/গৃহ নির্মাণ প্রকল্পে উপজেলার বারো পরিবারে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দেশব্যাপি আশ্রয়হীন/ভূমিহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্প-১ এর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে মোট বারোটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দরিদ্র পরিবারে গড়ে ৫লক্ষ ৫৩হাজার ৯২টাকা ব্যয়ে মান সম্মত ও আধুনিক ডিজাইনে বাসগৃহ নির্মাণ করা হয়।

ফলে জাতীয় শোক দিবস ও জাতির পিতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে উপজেলার সুবিধাভোগী ১২পরিবারকে নির্মিত গৃহের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ এর সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো: শফিকুর রহমান ফারুক, মো: আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামাল উদ্দীনসহ সকল দপ্তর প্রধান, সাংবাদিক প্রমূখ। সভায় তিনটহরী ইউনিয়নের মংরে মারমার হাতে গৃহের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন অতিথিরা।

এ সময় মংরে মারমা বলেন, জীবনে কোন দিন ভাবিনি পাকা ভবন বানাতে পারবো। যদিও নিজে পারিনি ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রী আমার না পারা কাজটি করে দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। আমরা মনপ্রাণ খুলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আর্শিবাদ করি। সে অনন্তকাল বেঁচে থাকুক। উপজেলা চার ইউনিয়নে তিনটি প্যাকেজে বারো পরিবারের জন্য সরকার প্রতি প্যাকেজে ১৬লক্ষ ৫৩হাজার ২শত ৭৬টাকা ব্যয়ে ঘর নির্মাণ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প তৃণমূলে বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন(পিআইও) অফিস ।

পানছড়ি উপজেলা:-প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের-২ আওতায় ২০১৯-২০২০অর্থবছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বিশেষ ডিজাইনের তৈরী ১২টি ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার(১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের দিন সকাল দশটায় উপজেলার কানুনগোপাড়া এলাকায় এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়। “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” লেখা সম্বলিত প্রতিকি চাবি উপকার ভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। জানা যায়, বিশেষ ডিজাইনের বহু কক্ষ বিশিষ্ট ঘরগুলোতে সোলার প্যানেল সুবিধাও রয়েছে। নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও ভালোবাসার কথা জানালেন উপকার ভোগী বুদনি সাঁওতাল ও রুপসী সাঁওতাল। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিট্টেট মো: নাজমুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম।

পিবিএ/চাইথোয়াই মারমা/এসডি

আরও পড়ুন...