মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা আটক

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়ু গোপাল সরকার (৪৫) কে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়ু গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়ু গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে।
মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, গত ৭/৮ মাস যাবৎ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আসে সে। এ বিষয় নিয়ে এর আগে আমার মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু গত ৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এসময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন।
কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়ু গোপাল। ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পিবিএ/আরাফাতুজ্জামান/এসডি

আরও পড়ুন...