পিবিএ,দীঘিনালা: খাগড়াছড়ি দীঘিনালার কবাখালী বাজারের দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।
রোববার(১৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার দায়ে সুনাম চানাচুর এর মালিক মো: আব্দুল হাকিম ২ হাজার টাকা ও কামাল বেকারীর মালিক মো: কামাল হোসেনকে ১০হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্য জন্য ক্ষতিকর কৃতিম ও অ্যমোনিয়াম জব্দ করা হয়। মোবাইল কোর্ট পচিালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজালা পারভিন রূহি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি অফিসার মাকসুদ রহমান।
পিবিএ/সোহেল রানা/এসডি