বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা-দোয়া মাহফিল

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দলীয় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সকালে উপজেলার রুবির হাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে নদনা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কিং মোজাম্মেল। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফম বাবুল, সহ-সভাপতি মাহফুজুর রহমান বাহার, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ অনেকে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...