পিবিএ,বিনোদন: করোনার সংকটময় সময়ে ঘরে চাল নেই, পাঁচদিন স্ত্রী-সন্তান মুড়ি খেয়ে বেঁচে আছে। এরমধ্যে বৃদ্ধা মা অসুস্থ। ঢাকায় রিকশা চালিয়ে মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা রোজগার করে বিকাশে রেখে বাড়ি ফিরছিল রাসেল। পথিমধ্যে গ্রামের রাস্তায় গাছতলায় শুয়ে ছিল। এমন সময় মোবাইল ফোনে একটি কল এলো। ওপার থেকে একজন বলছে, স্যার আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার বিকাশ অ্যাকাউন্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে কথা বলছিল ওই প্রতারক। যে কেউ বিশ^াস করবে বিকাশ অফিস থেকেই কল করেছে। এই কথা শুনেই রাসেল চমকে ওঠে, চোখে আসে পানি। সে লেখাপড়া জানেনা! তাই প্রতারকের প্রতারণা বুঝতে পারেনি। সরলতার সুযোগ নিয়ে মোবাইলে একটি মেসেজ পাঠায় বিকাশ প্রতারক। রাসেলও মেসেজের নাম্বারগুলো বলে দেয়। তারপর যা হবার কথা! অসহায় রাসেলের বিকাশের সবটাকা উধাও। প্রতারকের নাম্বারে বারবার ফোন করেও আর কল ঢুকছে না। রাসেল কাঁদতে কাঁদতে গ্রামের ছোট বাজারে গিয়ে মাটিতে বসে অঝোড়ে কাঁদছিল। কান্নাকাটি দেখে সেখানে মানুষের ভিড় জমে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাইবার পুলিশের কর্মকর্তা নয়ন দয়া। সাথে ছিল পুলিশের আরও দুই সদস্য। মানুষের ভিড় এবং প্রতারিত রাসেলকে কাঁদতে দেখে কাছে আসেন তারা। পুরো ঘটনাটি শুনে রাসেলের বৃদ্ধা মায়ের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন পুলিশের মানবিক ওই কর্মকর্তা। সেইসাথে চাল-ডাল সহ একমাসের বাজারও করে দেন। উপস্থিত জনতার উদ্দেশে বলেন, বিকাশ কখনো তথ্য জানতে চায়না। কাউকে গোপন পাসওয়ার্ড বা মেসেজ নাম্বার দিবেন না। গল্পটি বাস্তব না হলেও এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। বিকাশ প্রতারণার শিকার হচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। যারা প্রতারণার বিষয়ে খুবই অসচেতন। বাস্তবমুখি গল্পটি ‘বিকাশ প্রতারণা’ শীর্ষক একটি শর্টফিল্মের। গত ১৫ আগস্ট রাতে জনসচেতনামূলক ভিডিওটি প্রকাশ করা হয়। এতে সাইবার পুলিশের কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বগুড়া জেলা পুলিশের প্রতিযোগিতায় সনদপ্রাপ্ত কন্ঠশিল্পী নজরুল ইসলাম নয়ন দয়া। তিনি এই শর্টফিল্মের ডিরেক্টর এবং পেশায় একজন সংবাদকর্মী। প্রতারিত যুবকের চরিত্রে অভিনয় করেছেন হিরো রাসেল। অন্যান্য চরিত্রে রয়েছেন এনবি বাবু, আব্দুল্লাহ আল নবীন, সৌমিক সহ অনেকেই। যারা অভিনয় করেছেন প্রত্যেকের বাড়ি নন্দীগ্রাম উপজেলায়। শর্টফিল্মের শেষ অংশে সচেতনামূলক একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ সাইবার ট্রিবিউনের ইনচার্জ এইচ আর সোহাগ। ফেসবুকে বিকাশ প্রতারক লিখলেই ভিডিওটি দেখা যাবে। ভিডিওটি কপিরাইট মুক্ত। যেকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
পিবিএ/মোঃ সাখাওয়াত হোসেন হানিফ/এসডি