নির্বাচনে অংশগ্রহণ এখনো চূড়ান্ত করেনি বিএনপি

শরীফুল ইসলাম,চাঁদপুর: আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী দেবে কিনা বা আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা- এ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিএনপির কেন্দ্রীয় ও জেলা কমিটি। ফলে চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে জেলা বিএনপির সূত্র মতে, সাম্প্রতিক কালের দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ ও করোনা পরিস্থিতির কারণে চাঁদপুর পৌর নির্বাচনে অংশগ্রহণ করা-না করা নিয়ে চিন্তাভাবনা করছে দলটি। যদিও বিএনপির অনেক নেতা ইতোমধ্যে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। দলীয় মনোনয়ন পেতে চেষ্টা-তদ্বিরও শুরু করেছেন তারা।

মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন- চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

তবে স্থানীয় কর্মী-সমর্থকদের মাঝে আসন্ন নির্বাচন নিয়ে তেমন কোন উৎসাহ উদ্দীপনা নেই। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী জানায়, নির্বাচনে সাধারণ ভোটাররা তো আর ভোট দিতে পারবেন না। তাই প্রার্থী হয়েই কি লাভ। পরাজয়তো নিশ্চিত। এজন্য আমরাও ভোট নিয়ে মাথা ঘামাই না।

এদিকে জেলা বিএনপির একাধিক নেতা জানায়, দীর্ঘদিন ধরে আমরা রাজনীতির মাঠের বাহিরে। তাই নির্বাচনে অংশগ্রহন জরুরি। কারন, কিছুটা হলেও নেতা-কর্মীরা উজ্জীবিত হবে। অন্যথায় ভাটা পড়ে যাবে দলীয় কর্মকান্ড।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুর পৌর নির্বাচনে অংশগ্রহণ তথা মেয়র প্রার্থী দেওয়ার বিষয়ে আমাদেরন কেন্দ্রীয় ও জেলা কমিটি এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার স্থগিত হওয়া নির্বাচনের নতুন তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৩ অথবা ২৪ আগস্ট এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...