পিবিএ,ঝিনাইগাতী(শেরপুর): শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার বাদ মাগরিব উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও ওসির নেতৃত্বে ঝিনাইগাতী থানা ভবনের হল রুমে করোনায় আক্রান্ত শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ঝিনাইগাতী থানার ওসি আবু বকর ছিদ্দিক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারউল্ল্যাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন,যুবলীগ নেতা ও পুলিশং ফোরামের ক্যাসিয়ার মোঃসফিকুল ইসলাম ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সিনিয়র সাংবাদিক হারুন অর রসিদ দুদু ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী টিটু ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, দৈনিক আমাদের সময় পএিকার সাংবাদিক জাহিদুল হক মনির, যুবলীগনেতা জাহিদুল ইসলাম মিলন সহ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। দোয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও করোনা কালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর কর্মময় জীবন তুলে ধরে উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
পিবিএ/মোহাম্মদ দুদু মল্লিক/এসডি