ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী: ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টে ভয়াল গ্রেনেড হামলায় শহীদ স্মরণে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহানগরের কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। সভাটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু। সভাতে আরো উপস্থিত মহানগর যুবলীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, সালেক খান, অ্যাডভোকেট রঞ্জু, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, শাহিনুর রহমান, রায়হানুর রহমান রয়েল, প্রচার সম্পাদক এডভোকেট মাজেদুল আলম শিবলী, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, সমাজসেবা সম্পাদক মশিউর রহমান রনি, কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ মানিক, উপ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ সম্পাদক মামুন-উর-রশিদ মাহবুব মোঃ মাসুদসহ ৩৭ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মী। সভাতে দোয়া মাহফিল পরিচালনা করেন দড়িখরবোনাা জামে মসজিদের পেশ ইমাম আবদুল সবুর সিরাজী।
সভায় ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা, ২০০৫ সালে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা এবং ২০০৪ সালে ২১ এ আগস্টের গ্রেনেড হামলার বিষয়ে আলোচনা করা হয়। এরপর শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পিবিএ/এসডি