ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী রাঙ্গামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।
এর আগে তিনি ফেনী সদর, নোয়াখালীর হাতিয়া, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল থানাসহ চট্টগ্রামের গোয়েন্দা শাখায় দক্ষতা ও সুনামের সাথে দায়ীত্ব পালন করেন। যার ফলশ্রুতিতে পুলিশ প্রশাসন তাঁকে চন্দ্রঘোনা থানার ওসি হিসেবে পদায়ন করেছে বলে সূত্রে জানা গেছে। বৃহত্তর নোয়াখালীর ফেনীর সন্তান ইকবাল বাহার পুলিশের একজন চৌকস অফিসার।
এক প্রতিক্রিয়ায় ইকবাল বাহার চৌধুরী বলেন, আমার উপর অর্পিত দায়ীত্ব সঠিক ভাবে পালনের চেষ্টা থাকবে। সেই সাথে চন্দ্রঘোনা থানা এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
পিবিএ/এসডি