মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে শ্যালো ইঞ্জিন চালিত গরু বোঝাই একটি ভটভটি উল্টে হাসান আলী বাবু (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হাসান আলী বাবু আক্কেলপুর পৌর এলাকার বেলকুন্ডি গ্রামের ইসমাইল সরদারের ছেলে। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছে । আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাতাপুর চারমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাসান আলী বাবু ৫ জন সহযোগী নিয়ে গরু কেনাবেচার জন্য ভটভটি যোগে পাঁচবিবি গরুর হাটের উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে মাতাপুর চারমাথায় বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে ভটভটিটি উল্টে যায়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। এসময় ভটভটিতে থাকা আরো ৩ ব্যক্তি আহত হন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পিবিএ/এসডি