মারা গেলেন চলচ্চিত্র পরিচালক শাহাদাত খান

পিবিএ,ঢাকা: ঢাকাই সিনেমার চলচ্চিত্র পরিচালক শাহাদাত খান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহাদাত খান শাবানা-ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘অকৃতজ্ঞ’, রিয়াজ-পূর্ণিমা অভিনীত ‘জামাই-শ্বশুর’সহ ‘হৃদয় থেকে হৃদয়’- এর মতো বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের পরিচালক ছিলেন।

এ নির্মাতার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন চলচ্চিত্রের অনেক নির্মাতা ও তারকারা৷

পিবিএ/এসডি

আরও পড়ুন...