নোয়াখালীতে সেতুমন্ত্রীর আর্থিক সহায়তা পেল ২৭০ নেতাকর্মী

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষ থেকে ২৭০ জন অসহায় নেতাকর্মীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে বসুরহাট পৌর হল রুমে জেলা আ’লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এই অর্থ বিতরণের করেন।
এ সময় উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহ-সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর এবিএম ছিদ্দিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭০জন নেতাকর্মীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

পিবিএ/এসডি

আরও পড়ুন...