মাশরাফির ফাউন্ডেশনে আরও ২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

পিবিএ,নড়াইল: মাশরাফির হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা রোগির চিকিৎসার জন্য আরও ২টি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। বুধবার শহরে ঠিকাদারী প্রতিষ্ঠান ইডেন প্রাইজ-এর অফিস কক্ষে এ ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী রেজাউল আলম ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ঠিকাদার রেজাউল আলম ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের কোষ্যাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, কর্মকর্তা কামরুল আলম, সৈয়দ হুমায়ুন আমীর, লুৎফুল আলম সজল প্রমূখ।
এছাড়া একই দিনে শহরের অপর এক ঠিকাদার আশফাক উজ্জামান কাজল আরও একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

ইতপূর্বে নড়াইল ও লোহাগড়ার তিনটি পরিবার ও ৪টি বন্ধু সংগঠন ১২টি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। গত ১০ জুলাই থেকে ফাউন্ডেশন নড়াইল জেলায় ফ্রি পাল্স অক্সিমিটারসহ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। জেলায় এ পর্যন্ত ৫৯ জন করোনায় আক্রান্ত স্বাসকষ্টের রোগির ফ্রি অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। অধিকাংশ স্বাসকষ্টের রোগিকে বাড়িতে গিয়ে ফ্রি এ অক্সিজেন সেবা প্রদন করা হচ্ছে।
উল্লেখ্য, জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৪৩জন মারাগেছে ১৫ জন। এর মধ্যে বর্তমানে রোগীর সংখ্য ২৭৪ জন এর মধ্যে হাসপাতালে চিকিৎসা চলছে ১১ জনের।

পিবিএ/শরিফুল ইসলাম/এসডি

আরও পড়ুন...